অপরাধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ আটক-২

ডেস্ক রিপোর্ট

১৫ মার্চ ২০২৩ , ৫:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ

 

বাগেরহাট জেলা প্রতিনিধি: সৌরভ কুমার

মোংলা- খুলনা মহাসড়কের পাশে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) থেকে তার চুরির সময় দুই চোরকে আটক করেছে আনসার সদস্যরা।

বুধবার(১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে এই চোরদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল , ০১টি ক্যাবল কাটার ও ০১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। জব্দকৃত কপার ক্যাবলের আনুমানিক মুল্য ৭৫ হাজার টাকা।

আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মোঃ ইউসুফ শেখ (২৪) এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মোঃ ইমরুল গাজী (৩৫)।

তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান,এই নিয়ে ২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লক্ষ ৫৭ হাজার ৩শ টাকার চোরাই মালামাল ও ৪৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে.

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content