দেশজুড়ে

বাকেরগঞ্জে মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিকের ভোট বিপ্লব।।

ডেস্ক রিপোর্ট

৮ জানুয়ারি ২০২৪ , ৩:১২:৪৪ প্রিন্ট সংস্করণ

বাকেরগঞ্জে মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিকের ভোট বিপ্লব।।

নজরুল ইসলাম আলীমঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক।রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বাকেরগঞ্জে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কার্যক্রম। পরে শুরু হয় ভোট গণনার কাজ।সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে (এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০ টায়) জানা যায়, আওয়ামী লীগ মনোনীত মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক নৌকা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ১শত ৯ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু ট্রাক প্রতিকে পেয়েছেন ৩৯ হাজার ৩শত ৭৪ ভোট ও জাতীয় পার্টি মনোনীত নাসরিন জাহান রতনা লাঙ্গল প্রতিকে ৯ হাজার ১শত ৮৮ ভোট পেয়েছেন।বাকেরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টির লাঙ্গল, ট্রাক, সোনালী আঁশ, রকেট, তরমুজ, আম, ঈগল, ডাব প্রতিকে মোট দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ আসনে ১১৩টি ভোট কেন্দ্রে ২ লাখ ৯৫ হাজার ৫০৯ জন ভোটার রয়েছেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content