অপরাধ

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজে ঝাঁঝ তুঙ্গে , আটক-২ ব্যবসায়ী!

ডেস্ক রিপোর্ট

১০ ডিসেম্বর ২০২৩ , ১:১৪:২০ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজে ঝাঁঝ তুঙ্গে , আটক-২ ব্যবসায়ী!

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর পরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এর মধ্যে শনিবার (৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দ নগর বড় পাইকারি কাঁচামাল আড়ত হতে বাজার মনিটরিং করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৭ দিনের জেল দেয় ঠাকুরগাঁও জেলা প্রশাসক।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসন সকাল থেকেই বাজার মনিটরিং করছে। দাম বেশি নেওয়ায় দুই জনকে জেল দেওয়া হয়েছে।

এক রাতের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজের দামও ২০০ ছুঁয়েছে। পেঁয়াজের বাজারের এমন অস্থিতিশীলতায় দিশেহারা সাধারণ ক্রেতারা।

জেলার গড়েয়া, কালিবাড়ি, ঠাকুরগাঁও রোড বাজার, রুহিয়া, রামনাথহাট, শিবগঞ্জ বাজার,গুনজুরাহাট,আলাদিহাট,বালিয়াডাঙ্গী চৌরাস্তা কাঁচা বাজার,নেকমরদহাট, লাহিড়ীহাট, খোচাবাড়ি বাজারসহ কয়েকটি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে। তবে এ বাজারগুলোতে বিক্রি হচ্ছে সবই ভারতীয় পেঁয়াজ। কোথাও দেশি পেঁয়াজের দেখা মেলেনি। আবার কোথাও পেঁয়াজ শূন্য বাজার।

খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি ক্ষণে ক্ষণে বাড়ছে পেঁয়াজের দাম। এজন্য পাইকাররা দেশি পেঁয়াজ ছাড়ছে না। ঠাকুরগাঁও জেলার সব থেকে বড় গোবিন্দ নগর আড়তে ভোরে যে দাম ছিল তার থেকে দুপুরে মণপ্রতি ৮০০-১০০০ টাকা বেড়ে গেছে। বিকেল নাগাদ বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।

রাতারাতি পেঁয়াজের এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে এসে অনেকে পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে এই দামেই কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতারা আরও অভিযোগ করেন, আড়তে অনেক দোকানদার তাঁদেরকে বেশি দামে পেঁয়াজ কিনতে প্রলুব্ধ করেছে, এমনও বলেছেন যে, একটু পরে পেঁয়াজের কেজি ৩০০-৪০০ টাকা হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content