সারাদেশ

শেখ হাসিনার নৌকা প্রতীককে উলঙ্গ বলে কটুক্তি করলেন বাকেরগঞ্জের ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার।।

ডেস্ক রিপোর্ট

২৪ ডিসেম্বর ২০২৩ , ২:৩১:২০ প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনার নৌকা প্রতীককে উলঙ্গ বলে কটুক্তি করলেন বাকেরগঞ্জের ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার।।

নজরুল ইসলাম আলীম:-রিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে “উলঙ্গ নৌকা” বলে কটুক্তি করলেন উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার। এনিয়ে উপজেলা আওয়ামী লীগে ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ফুঁসে উঠেছে। তাদেরে এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভ নিতে পারে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের… বাজারে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার সমর্থনে উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে কটুক্তিসহ দলের প্রতি বিষোদগার করেন। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিওটি ভাইরাল হলে দুর্গপাশা ইউনিয়ন আওয়ামী লীগসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন।স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার বলেন, শামসুল আলম চুন্নু সাহেব স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কি নেত্রী নির্দেশিত, নেত্রী ঘোষনা করেছেন টিভি দেখেছেন পত্রিকায় দেখেছেন। আওয়ামী লীগ সমর্থিত। কিভাবে আপনাদেরকে বলি, আমাদের বাকেরগঞ্জে যে নৌকাটা দিয়েছে, আপনারা গ্রামে দেখেন না যে নৌকা বানায়। একটা নৌকা বানাইতে হইলে পরিপূর্ণভাবে দাড় লাগবে, বৈঠা লাগবে, মাঝি লাগবে, মাল্লা লাগবে। বাকেরগঞ্জে নৌকার মাঝি আছে, নৌকাডা আছে, মাল্লাও নাই, দাড় নাই, বৈঠাও নাই, বাদামও নাই।

উলঙ্গ নৌকা!
কি নৌকা। উলঙ্গ নৌকা!
এডা কি পরিপূর্ণ নৌকা হইছে?
বাকেরগঞ্জের…
কি কথা সত্যি বলছি না মিথ্যা বলছি? কেন ওনার কাছে (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারল অবঃ আবদুল হাফিজ মল্লিককে উদ্দেশ্য করে) উলঙ্গ নৌকার মাঝি। কেন উনি বসে আছেন হাল ধরে জোয়ার ভাটায় যেখানে যায় ওনার কিছু আসে যায় না। আর আমরা দাড়, বাদাম, মাল্লা নিয়া আমরা নৌকার অচল অবস্থা দেখে প্রাণ বাঁচানোর জন্য ট্রাকে উঠে পড়েছি। উপযুক্ত ড্রাইভারের মাধ্যমে এই ট্রাক আমাদেরকে দাড় বৈঠা নিয়া শেখ হাসিনার কাছে বইলা আসবো আপনি যাকে নৌকা দিছেন উনি ভুলে এই মাঝি মাল্লা বাদাম ফালাইয়া হুদা নৌকা নিয়া আমাদেরকে ফেলে গেছে। আপনি একটু বাইয়া সাঁতরাইতে যান দেখা হবে ৮ তারিখে (হুমকির শুরে) সকলের সাথে।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ডাকুয়া বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জ-৬ আসনে মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে যোগ্য প্রার্থী মনে করেই তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার সাহেব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় প্রতীককে “উলঙ্গ নৌকা” বলে কটুক্তি করে মোটেই ঠিক করেননি। তিনি তার এ কটুক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হানিফ তালুকদারের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার জন্য বরিশাল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট দাবি জানান। পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা। ট্রাক মার্কা আওয়ামী লীগের কোন দলীয় প্রতীক নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জে মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিককে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। তিনি কোন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেননি। দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে ট্রাক মার্কার সমর্থনে ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি শেখ হাসিনার নৌকা প্রতিকে “উলঙ্গ নৌকা” বলে কটুক্তি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আশা করছি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ নৌকা মার্কাকে নিয়ে কটুক্তির কারণে অচিরেই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবেন।দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সিকদার বলেন, নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রাণের মার্কা। যিনি আওয়ামী লীগের রাজনীতি করেন (হানিফ তালুকদারকে উদ্দেশ্য করে), এমন কি আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কা নিয়ে ইউপি নির্বাচিত হয়েছেন। কোন কিছুতেই তিনি এ প্রতীককে নিয়ে কটুক্তি করতে পারেন না। তিনি ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদারের “উলঙ্গ নৌকা” বলে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,বাকেরগঞ্জের আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের এ কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content