দেশজুড়ে

মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিকের নৌকার পালে নতুন হাওয়া!

ডেস্ক রিপোর্ট

৬ জানুয়ারি ২০২৪ , ৬:৪৭:০৩ প্রিন্ট সংস্করণ

মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিকের নৌকার পালে নতুন হাওয়া!

নজরুল ইসলাম আলীম:-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র বাকি একদিন বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার পালে লাগা হাওয়া স্পষ্ট করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একটি বড় অংশ নৌকার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিকের পক্ষে কাজ করছে। একদিকে নৌকা প্রতীক, অন্যদিকে ব্যক্তি মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক কে নিয়ে নগরীর ভোটারদের মধ্যে ইতিবাচক ধারণার কারণে এই আসনে বেড়েছে নৌকার প্রতি সমর্থন। তবে শুরুর চিত্রটা এমন ছিল না। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেমেছিল। তবে আনুষ্ঠানিকভাবে প্রচার শেষ হওয়ার আগে আগে বদলে যায় সেই পরিস্থিতি।তার রাজনৈতিক ক্যারিয়ার ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে জনপ্রিয়। বিশেষ করে প্রচারবিমুখ এই নেতার রাজনীতি থেকে শুরু করে নানা সময়ের আন্দোলন সংগ্রামের বিষয়টি ভোটারদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০০ সালের পর থেকে প্রায় ১৫ বছর বরিশাল ৬(বাকেরগঞ্জ) আসনে সংসদ নির্বাচনে কোনোদিন নৌকা জয়ের মুখ দেখেনি। পুরো সময়টাতেই এখানে জয়জয়কার ছিল জাতীয় পার্টির।বাকেরগঞ্জ উপজেলার সাধারণ ভোটাররা বলেন, ‘যে মানুষটির হাত ধরে ১৫ পড়ে নৌকা জয়ের মুখ দেখেছে, তাকে ঠেকাতে দোসরদের অপপ্রচার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেইসব অপপ্রচার দিয়ে নৌকার বিজয় ঠেকানো যাবে না।’আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, দলটির একজন উপজেলা রাজনৈতিক নেতা কঠোর চাপের কারণে দলের একটি অংশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকলেও তাদেরও বেশিরভাগই নৌকার বিপক্ষে ভোট দিতে চান না। নাম প্রকাশ না করার শর্তে সাধারণ জনগণ বলেন, ‘আমাদের কিছু করার নেই। কারণ বাকেরগঞ্জ উপজেলা একটি বিশেষ পরিবারের হাতে জিম্মি। এখন সেই বিরোধিতা প্রকাশ্যে করার সাহস আমাদের অনেকেরই নেই। যদিও ভেতরে ভেতরে পরিস্থিতি ভিন্ন। এই আসনে নৌকার প্রার্থীর পক্ষেই ভোটারদের রায় যাবে বলে মনে করেন সাধারণ জনগণ। বাকেরগঞ্জ উপজেলার সাধারণ ভোটারা জানান, তার স্বতন্ত্র প্রার্থী ট্রাকের লোকজন এসে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে, যাতে নৌকার পক্ষে ভোট না যায়। কিন্তু সাধারণ জনগণ বলেন, ‘জন্মের পর থেকে নৌকায় ভোট দিয়ে এসেছি আমরা । এখন কী জন্য অন্য মার্কায় ভোট দিতে যাব?’এছাড়া বাকেরগঞ্জ উপজেলার সাধারণ জনগণ বলেন মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিকের সবচেয়ে বড় গুণ হলো, তিনি দুর্নীতি নিজে করেন না। দুর্নীতিকে প্রশ্রয়ও দেন না।একটি বিশেষ সিন্ডিকেট মানুষকে ভুল বোঝাতে চেয়েছিল। কারণ মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক এমপি হলে তাদের দুর্নীতি করতে সমস্যা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার করণীয় নির্ধারণ করে ফেলেছে যে তারা নৌকায় ভোট দেবে।এ বিষয়ে মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক বলেন, ‘আমি নির্বাচনী প্রচারে সময় কম পেয়েছি তারপরেও যে সময় টুকু সাধারণ মানুষের কাছে গিয়েছি এবং যতটুকু ভালোবাসা পেয়েছি আমি বিশ্বাস করি এর দৃশ্যমান ফল পাব। এ ছাড়া সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই নৌকা প্রতীকের বাইরে যেতে পারেন না।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

আরও খবর: বরিশাল

পাদ্রীশিবপুরের সাবেক আলোচিত ইউপি সদস্য মিঠু ডি.কস্তার বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি দখল করার  অভিযোগ।

পাদ্রীশিবপুরের সাবেক আলোচিত ইউপি সদস্য মিঠু ডি.কস্তার বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি দখল করার  অভিযোগ।

বাকেরগঞ্জে পৌর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে নাসির জোমাদ্দার সভাপতি ও শাহিন তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত।।

বাকেরগঞ্জে পৌর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে নাসির জোমাদ্দার সভাপতি ও শাহিন তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত।।

বাকেরগঞ্জে কিশোর গ্যাংয় অভি ডি.কস্তার ছত্রছায়ায় চলছে  মাদকের রমরমা বাণিজ্য;নির্বিকার প্রশাসন।।

বাকেরগঞ্জে কিশোর গ্যাংয় অভি ডি.কস্তার ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা বাণিজ্য;নির্বিকার প্রশাসন।।

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ;জনমনে ফিরছে স্বস্তি”

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ;জনমনে ফিরছে স্বস্তি”

বিএনপি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ নূরুল ইসলাম খান মাসুদ!

বিএনপি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ নূরুল ইসলাম খান মাসুদ!

পাদ্রীশিবপুর মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মরহুম মোঃ ইউনুস মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত!

পাদ্রীশিবপুর মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মরহুম মোঃ ইউনুস মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত!