২৩ এপ্রিল ২০২৫ , ৫:৫৮:২১ প্রিন্ট সংস্করণ
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সম্পত্তির লোভে রড় ভাইকে অপহরণ,জিম্মি করে হত্যার পরিকল্পনায় মাসের পর মাস আটক রেখে অমানবিক নির্যাতন ,অবশেষে পুলিশের সহযোগিতায় ভিকটিম উদ্ধার ।দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধী এর সূত্র ধরে বসত ঘর বাড়ি ও জায়গা জমি জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার জন্য শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে অপহরণ করে হত্যার চেষ্টায় জিম্মি করে মাসে পর মাস আটক রেখে অমানবিক নির্যাতন করেছে আপন ছোট ভাই শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মনজুর সরদার গং। ঘটনাটি ঘটেছে গত (১০ জানুয়ারি) ২০২৫ তারিখে।সাতক্ষীরা সদর থানার এজার সূত্রে জানা গেছে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল জব্বারের বড় ছেলে মিজানুর রহমান (৬০) দীর্ঘদিন যাবৎ আপন ভাই ভাবিদের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত বিরোধের কারণে বাড়িছাড়া হয়ে ঢাকা শহরে বসবাস করেন। পরবর্তীতে ঢাকা থেকে মেয়ে শারমীন আক্তারের বাসায় বেড়াতে আসেন সাতক্ষীরা
মুনজিতপুর লম্বাটালী(শাহীনুর কশাইয়ের বাড়ীর ভাড়াটিয়া বাসায়) এরই পরিপ্রেক্ষিতে সুযোগ বুঝে কৌশলে পূর্ব শত্রুতা ও পরিকল্পনা মাফিক আপন ছোট ভাই মনজুর সরদার সহ তার লোকজন গত
১০ জানুয়ারি২০২৫, সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় মেয়ে শারমীন আক্তারের ভাড়াটিয়া বাসা থেকে জরুরী কাজের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায় ছোট ভাই মঞ্জুর। এরপর থেকে তার পিতা মিজানুর রহমানকে আর কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। হঠাৎ গত ইং- ১০/০২/২০২৫ তারিখ সাতক্ষীরা পিবিআই অফিস থেকে এসআই মোঃ তুহিন গাজী ভুক্তভোগীর মেয়ে শারমীনকে মোবাইল ফোনের মাধ্যমে জানান তার চাচা মনজুর সরদার বড় ভাই মিজানুর অপহরণ হয়েছে এই মর্মে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে পিবিআই পুলিশের এসআই মোঃ তুহিন গাজী এর নিকট থেকে তার অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে পিতার অপহরণের বিষয়টি সম্পর্কে আপন চাচা মনজুর সরদার ও মফিজুর রহমান সরদার জানতে চাইলে তাহারা সন্তোষজনক কোন জবাব না দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এড়িয়ে চলে বিষয়টি সন্দেহজনক মনে করে ভুক্তভোগীর মেয়ে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর মকুন্দমধুসুদনপুর গ্রামের শারমীন আক্তার রীমা
গত (২৬ ফেব্রুয়ারি )২০২৫, সাতক্ষীরা সদর থানায় আপন চাচা ও চাচীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে মঞ্জুর সরদার, মফিজুর রহমান,আমিনুর সরদার এবং চাচি আমিনুর সরদারের স্ত্রী রুনা আক্তার সহ অজ্ঞতা নাম ৭/৮ ব্যক্তিকে আসামি করে ৩৬৪/৩৪ ধারায় হত্যার উদ্দেশ্যে গুম, হত্যা, অপহরণ করার অপরাধে একটি মামলা দায়ের করেন। সাতক্ষীরা সদর থানা মামলা নং ৪৩। মামলা সূত্রে আরও জানা গেছে উল্লেখিত আসামীদ্বয় পূর্ব পরিকল্পনা মাফিক তাহার সম্পত্তি লিখে নেওয়ার জন্য পিতাকে কৌশলে অপহরণ করিয়া পিতার নিকট থেকে জমি লিখে নিয়ে তার পিতাকে খুন গুম মর্মে আশংকায় অপহরণ করেছে। মামলার ৫৬ দিন অতিবাহিত হওয়ার পর তালা থানার পাটকেলঘাটা দুদলী গ্রাম থেকে অপহরণ হওয়া মিজানুর রহমানকে সাতক্ষীরা সদর থানা পুলিশ উদ্ধার করেছে। এ বিষয় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই সোহরাব হোসেনের সাথে যোগাযোগ -01716018471 করা হলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিনি বলেন গতকাল মঙ্গলবার(২২ এপ্রিল) রাত্র ১১টার সময় ভিকটিম মিজানুর রহমানকে রহস্যজনক ভাবে তালা থানার পাটকেলঘাটা খলিশখালির দুদলি গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। পরবর্তীতে আজ (২৩এপ্রিল) সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ভিকটিভ মিজানুর রহমানকে হাজির করা হয়েছে। মামলা তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি।