৫ এপ্রিল ২০২৩ , ১০:০৭:৩২ প্রিন্ট সংস্করণ
মো সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর লতিফুর রহমান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুল মতিন (৫৫)। তিনি গোমস্তাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন।
ওসি মাহবুবুর রহমান জানান, আব্দুল মতিন সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য লতিফুর রহমান পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় পিছন থেকে এক ট্রাক দাঁড়ানো ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল মতিন। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। স্থানীয়রা গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।