দেশজুড়ে

নান্দাইল উপজেলায় বস্তা পাল্টে বিক্রি হচ্ছিল সরকারি সাড়ে ৪ টন চাল

 

আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর এলাকায় রাতের আঁধারে ১৫ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। বর্তমানে ওই চাল নান্দাইল মডেল থানা হেফাজতে আছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজির দরের গরিবের চাল বিক্রির সময় সাড়ে ৪ টন চাল জব্দ করেছে ছাত্র জনতা। খবর পেয়ে সহকারি কমিশনার ভূমি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে থানায় নিয়ে নিয়ে আসেন।
আজ বুধবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, চালের বস্তাভর্তি ট্রাকটি থানা চত্বরে রাখা আছে। ট্রাকে ২৫ কেজি করে ১৭৮ বস্তা চাল রয়েছে। চালের পরিমাণ প্রায় সাড়ে চার মেট্রিক টন। সরকারি বস্তা পাল্টে চালগুলো প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছিল।স্থানীয়দের অভিযোগ, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিশেষ মূল্যের (১৫ টাকা কেজি দরের) চাল বিক্রির কার্যক্রম চলছে।

প্রতিমাসে খাদ্য বিভাগের তালিকাভুক্ত ক্রেতাদের কাছে এসব চাল বিক্রি করার কথা। কিন্তু বেশিরভাগ চাল নির্ধারিত ক্রেতাদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। পরে সরকারি বস্তা পাল্টে রাতের আঁধারে এসব চাল পাচার করে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় ডিলার মো. রিপন মিয়ার কালিয়াপাড়া বাজারের দোকানের কাছ থেকে এই চাল কিনছেন মো. মোস্তুফা।

এ তথ্য স্বীকার করে তিনি বলেন, তিনি ৪০ টাকা কেজি দরে ১৭৮ বস্তা চাল কিনেছেন। পরে ট্রাক ভর্তি করে এই চাল নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে জব্দকৃত চাল দেখতে আসেন ইউএনও সারমিনা সাত্তার তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content