সারাদেশ

আইকে মিউজিকের উদ্যোগে ইফতার ও গানমানুষের মিলন মেলা

ডেস্ক রিপোর্ট

১৬ মার্চ ২০২৫ , ১০:৩২:১৫ প্রিন্ট সংস্করণ

 

মো আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আইকে মিউজিক স্টেশনের আয়োজনে ইফতার ও গানমানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর মগবাজারে অ্যাট দ্য টেবিল ফুড কোর্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কাজী শুভ, গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ, সুরকার আকরাম খান, মিউজিক পরিচালক এস কে সাগর শান,মিউজিক পরিচালক সম্রাট,মিউজিক ভিডিও পরিচালক মুন্না , কণ্ঠশিল্পী মহুয়া মুনা মুন,কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী, কণ্ঠশিল্পী তুহিন মিয়া।

এছাড়া গীতিকবি সাইফুল বারীসহ অন্যান্য
সংগীত শিল্পী, গীতিকার, সুরকার ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

আইকে মিউজিকের কর্ণধার ইমদাদ খান এবং পরিচালক ও গীতিকার মনসুর সানি জানিয়েছেন, এ আয়োজনটি করতে পেরে সত্যি ভালো লেগেছে। সবার উপস্থিতে আমরা আনন্দিত।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content