৮ ডিসেম্বর ২০২৩ , ১২:২৯:৩৮ প্রিন্ট সংস্করণ
পুলিশের বাঁধার মুখে, বিএনপির অবরোধ কর্মসূচি পন্ড।
আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।
ময়মনসিংহের নান্দাইলে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আজ (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় অবরোধ কর্মসূচির মিছিলে পুলিশের বাঁধার মুখে পন্ড।
মিছিলটি নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সাবেক চার বারের এমপি খুররম খান চৌধুরীর বাড়ি থেকে (সাহেব বাড়ি) শুরু করে নান্দাইল উপজেলাধীন মোয়াজ্জেমপুর এলাকার মাজার বাস স্ট্যান্ড পর্যন্ত আসতেই, পুলিশের বাঁধার মুখে পরে বিএনপির অবরোধ কর্মসূচি মিছিল।এ-সময় পরিস্থিতি উত্তপ্ত হলে নান্দাইল মডেল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চার রাউন্ড টিয়ারশেল ও পনের রাবার বুলেট ছুঁড়ে। মিছিলে অংশগ্রহণকারী পয়ত্রিশ জন দলীয় নেতাকর্মী ও দুই জন পুলিশ সদস্য ঘটনাস্থলে আহত হয়েছেন।
এবিষয়ে নান্দাইল উপজেলা যুবদলের নেতা জহিরুল হক বলেন, কেন্দ্র থেকে ঘোষিত বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির মধ্যে থানা পুলিশ বাঁধা সৃষ্টি করে, স্থানীয় নেতা কর্মীদের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে প্রায় অর্ধশতাধিক নেতা কর্মীকে গুরুতর আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এ-বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে তাদের বাঁধা দেওয়া হয়, পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।