দেশজুড়ে

মিঠামইনে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্ভোধন করেন খাদ্য সচিব

 

আগামী ভবিষ্যতে বাংলাদেশ একটি ক্ষুদা মুক্ত দেশে পরিণত হবে।
———————– খাদ্য সচিব মাসুদুল হাসান।

বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান বলেন,কৃষকদের সামনে বসে আমি নিজেকে গবির্ত মন করছি।কৃষক ভাইদের সালাম জানিয়ে বলেন,আমরা আপনাদের পাশে থাকব।বর্তমানে আমাদের দেশে খাদ্য সংকট নেই।সামান্য খাদ্য বাহির থেকে আনতে হয়।অধিকাংশ খাদ্য দেশেই উৎপাদন হয়।তিনি নিজেও কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাএ ছিলেন।মিঠামইন উপজেলায় আমাদের যে টার্গেট রয়েছে তা আমরা পূরণ করবো।এ বছর ধান চালের মূল্য নির্ধারণ করা হয়েছে কৃষি অধিদপ্তরের তথ্য মতে।টিসিবি,খাদ্য বান্ধব ও ও,এম,এস এর ৬ কোটি ২০ লক্ষ লোকের খাবার আমাদের খাদ্য মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়।আজ থেকে মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হবে। আশা করছি ধান উৎপাদনের লক্ষ্য মাএায় পৌঁছাতে পারবো।এবছর বোরো সংগ্রহ করা হবে ১২৭২ মে:টন। আপনারা চাইলে আরও বাড়াতে পারবেন। সরাসরি কৃষি কার্ডের মাধ্যমে ধান ক্রয় করা হবে। কোনো রকম ফুরিড়া বা দালালের কোনো জায়গা নেই।একজন কৃষক তিন টন ধান দিতে পারবে। তিনি উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে মিঠামইন উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহযোগিতায় অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ অভিযান উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মো:আব্দুল্লা আল মামুন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মো: মাসুদুল হাসান,সচিব-খাদ্য মন্ত্রণালয়।অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয় আসাদুজ্জামান মোল্লা ( জেলা খাদ্য কর্মকর্তা),সুরাইয়া খাতুন ( আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক),আইরিন আক্তার (উপজেলা খাদ্য কর্মকর্তা), মো: মোস্তফা কামাল (ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গোদাম),এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক,অষ্টগ্রাম সার্কেলের এ,এস,পি অভিজিৎ ঘোষ,মিঠামইন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম, কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম অপু,শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, মাজহারুল ইসলাম ( পি,আই,ও) উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর প্রমুখ।পরে মহিষের কান্দি হাওরে হারবেষ্টার মেশিনে চড়ে ধান কাটেন।দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধি সহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।তিনি উপজেলা পরিষদের সামনে গাছের চারা রোপন করেন।

বার্তা প্রেরক
বিজয় কর রত

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content