দেশজুড়ে

মধুপুরে বাল্যবিবাহের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড

মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর) টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন নাকবাড়ি গ্রামে বাল্যবিবাহের আয়োজনের ব্যবস্থা আয়োজন করেন। বাল্য বিবাহের অপরাধী অতদন্ড প্রদান করেন ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট।
আজ বৃহস্পতিবার(২৪ এপ্রিল২০২৫) মধুপুর পৌরসভার নাগবাড়ী মৌজায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে এক নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছে জানতে পেরে ঘটনাস্থলে যাওয়া হয়।
নাবালিকার বিয়ে আয়োজন করার অপরাধে এক ব্যক্তিকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোট ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট । পাশাপাশি,প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন এ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিল মধুপুর সেনা ক্যাম্পের একটি দল।
ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট রিফাত আঞ্জুম পিয়া জানান, এ ধরনের অপরাধ বন্দে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content