১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:২১:১৩ প্রিন্ট সংস্করণ
বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি আলতাফ হোসেন, ব্যারিষ্টার এবিএম সিদ্দিকুর রহমান খান, ঢাকাস্থ আওয়ামী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার, ঢাকাস্থ বাকেরগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি এটিএম শোয়েব তালুকদার, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজ, বাংলাদেশ কংগ্রেসের বরিশাল জেলার সভাপতি এ্যাডভোকেট মাইনুল ইসলাম, যুব অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি এইচ এম হাসান, গর্বের বাকেরগঞ্জের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, মোঃ ওসমান গনি, এইচ এম দুলাল, মোঃ রাকিব খান, খান মোঃ মেহেদী, বায়জিদ আলম প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১ জানুয়ারি কোন এক অদৃশ্য কারনে দক্ষিণবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং পুরাকীর্তির তীর্থভূমি বাকেরগঞ্জ কে জেলা থেকে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ প্রক্রিয়ায় থানা (উপজেলায়) রূপান্তর করা হয়েছে। সরকারি বিধিবিধান না মেনে, জেলা থেকে উপজেলায় রুপান্তর করা চরম অন্যায়।
উল্লেখ্য সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ ২০১৪ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাকেরগঞ্জ জেলা অধিকারের কথা বলে আসছে। এরই অংশ হিসেবে ৯ সেপ্টেম্বর ২০২২ সালে আনুষ্ঠানিক ভাবে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে এবং বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি গঠন করেছে।