১১/০৬/২০২৪
ঘরের সিঁধ কেটে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, আটক ২।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আধাঁরে ঘরের সিঁদ কেটে চুরি করে নিয়ে যাওয়া দুই মাস বয়সী নবজাতক শিশু জুনায়েদকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪ টায় সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাটি এলাকা থেকে শিশু জুনায়েদকে উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাটী এলাকার মৃত শহীদ উদ্দিনের ছেলে রুবেল ও তাড়াইল উপজেলার শাহবাগ গ্রামের হারন মিয়ার স্ত্রী শস্তু বেগম। জানা যায়,তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের নাজনীন-সাজ্জাদ দম্পত্তির ২ মাস বয়সী ছেলে জুনায়েদকে সোমবার রাত অনুমান পৌনে ২ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামারা বসতঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে যায়৷ভোরে ঘুম থেকে উঠে শিশুটির মা নাজনীন তার বাচ্চাকে খুঁজে না পেয়ে ব্যাকুল হয়ে যায়৷পরবর্তীতে শিশুটির মা নাজনীন তাড়াইল থানাকে এই চুরির ঘটনা অবগত করলে পুলিশ সুপার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও তাড়াইল থানার সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪ টায় সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করে। পরে সোমবার বিকেল ৬ টায় পুলিশ সুপার এর কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ চুরি যাওয়া শিশু জুনায়েদ কে তার মা ও বাবার কাছে বুঝিয়ে দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন।সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার কিছু পরে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে তিনি সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,এ ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে৷
বার্তা প্রেরক
বিজয় কর রতন
মিঠামইন কিশোরগঞ্জ
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।