১৬ জুলাই ২০২৪ , ১১:১৫:২৭ প্রিন্ট সংস্করণ
ভয়ংকর সন্ত্রাসী আসিস এর সামনে পরলেই হারাতে হচ্ছে শরীরের অঙ্গ।
এনামুল হক
কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়নের করমূলী গ্রামের আতঙ্ক যার বর্তমানে (আশিস ভাইপার) নামে আলোচিত কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী আসিস, অতিরিক্ত নেশা সেবন করে প্রায় সময়ই মাতাল থাকেন এবং যাকে তাকে পেলেই তার ওপরে আক্রমণ করেন, গত ৮ই জুলাই রোজ সোমবার কোয়েল মল্লিক গ্রামের এক গরীব বাসিন্দা অটোরিকশাচালক আব্দুর রহমানের ছোট ছেলে মোহাম্মদ তুষার দিবাগত রাত দশটার দিকে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, হঠাৎ করেই অন্ধকার থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকিয়ে অ্যাটাক করল ভয়ংকর সন্ত্রাসী আসিস। থাকে মারধর করে এক পর্যায়ে এসে জ্ঞান হারিয়ে ফেলে তারপরেই তাকে এসি জেলে বৈদ্যুতিক শট দিয়ে তার একটি হাত পুড়িয়ে ফেলেন। ঘটনাক্রমে সে অজ্ঞান অবস্থায় তাকে রাস্তার পাশে একটি পুকুরে ছেলে দিয়ে যায়। আক্রান্ত তুষার নিজ চেষ্টায় তার বাসায় যাই এবং তাকে তথাকথিত নিকটতম হসপিটালে ভর্তি করায়। এ ঘটনায় তার প্রাণ বেঁচে গেলেও হারাতে হয় একটি হাত গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে তার একটি হাত কেটে ফেলে দেন।
ভুক্তভোগী তুষার ও তার পরিবার সরকারের কাছে ভয়ংকর সন্ত্রাসী আসিস এর শাস্তি চেয়ে কঠোর দাবি জানাই।