১৮ জুলাই ২০২৪ , ১:৪০:১৫ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কার ইস্যুতে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের’ প্রতিবাদে পূর্বধলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সারাদেশের কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের ‘অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে পূর্বধলা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুজিবুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাসানুজ্জামান রাফি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুল, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, যুবলীগ নেতা মুকুল কায়সার আকন্দ প্রমুখ।
এছাড়া ওয়ার্ড শাখার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিক্ষোভ মিছিলে স্লোগানে মুখরিত হয় ‘তুমি কে আমি কে, বাঙালী বাঙালী’ ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠুক আরেকবার’ ‘মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘একাত্তরের রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়’ ‘শেখ হাসিনার বাংলায় বিশৃঙ্খলার ঠাঁই নাই’।