অপরাধ

রাজবাড়ীতে দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার-২

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৪:৪৪ প্রিন্ট সংস্করণ

জহুরুল ইসলাম হালিম, জেলা প্রতিনিধি রাজবাড়ী>>

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া এলাকা থেকে দুইটি চোরাই মোটরসাইকেল সহ দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রামদিয়া এলাকার শ্রী হরিদাশ চন্দ্র হালদারের ছেলে শ্রী সুকুমার হালদার (৩৮) ও একই এলাকার আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে মো. মামুন বিশ্বাস (কসাই সাক্কু) (৩২)।

জানাযায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের রামদিয়ায় ২ নং আসামি মামুন বিশ্বাসের (কসাই সাক্কু) বাড়ীর পশ্চিম পাশে ইটের রাস্তার উপর হতে দুটি চোরাই মোটরসাইকেল সহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

পাইকগাছায় মহিলা মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের দাদনের টাকা ফেরত চাওয়ার অপরাধে মিতা রাণী মন্ডল (৩০) মহিলা চিংড়ী ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামে ঘটনাটি ঘটেছে। মিতা মন্ডল স্থানীয় ঘের মালিক পরিমল সর্দারেরকে ঘেরের মাছ মিতা রানীর কাছে বিক্রয় করবে মর্মে ২৫ বছর আগে ৫০ হাজার টাকা দাদন দেন। এদিকে মাছ বা টাকা বারবার তাকাদা দিলেও পাওনা টাকা ফেরৎ দিতে নানা তালবাহানা করে আসছে পরিমল।ঘটনার দিন মিতা রানী চিংড়ী মাছ কিনে বাড়ি ফেরার পথে তার বাড়ীতে তাকাদা দিতে গেলে পরিমলের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং এবং প্রাণনাশের হুমকি দেয়। মিতা রানী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার ব্রজ কিশোর পাল জানান,অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরিমল বলেন,এধরণের কোন ঘটনা ঘটেনি। সে আমার কাছে ৭৫০২ টাকা পাবে। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রম শুরু

শাহজাদপুরে মনোনয়ন প্রাপ্ত জনাব চয়ন ইসলাম এর সাথে উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগ নেতৃবৃন্দের মতবিনিময়।

শাহজাদপুরে মনোনয়ন প্রাপ্ত জনাব চয়ন ইসলাম এর সাথে উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগ নেতৃবৃন্দের মতবিনিময়।

মুরাদনগরে সতন্ত্র প্রার্থী সমর্থকদের উপর হামলা