৪ আগস্ট ২০২৪ , ১:৪২:৪২ প্রিন্ট সংস্করণ
মিরপুরে টাইগারদের অনুশীলন স্থগিত!
আকাশ দাশ সৈকত
আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলমান দেশ বিরোধী কোটা আন্দোলনের কারণে আপতত সেই অনুশীলন স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
আর মাত্র কিছুদিন পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তাই তো চট্টগ্রামে অনুশীলন আর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ শেষে আজ থেকে ঢাকায় অনুশীলনে নেমেছিলো তাসকিন-শান্তরা। তবে দেশব্যাপী চলমান কোটা বিরোধী আন্দোলনের কারণে আপতত কালকের অনুশীলন সেশন বাতিল করেছে বিসিবি। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র কালকের জন্য। এরপর বাকি সিদ্ধান্ত জানানো হবে ।
এর আগে আজ সকালে স্ট্রেংথ পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ টেস্টিং ছিল তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল।
তিনি আরো বলেন, “কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে”।
উল্লেখ্য এতোদিন সারাদিনব্যাপী কোটা আন্দোলন করলেও আগামীকাল থেকে সারা দেশব্যাপী অনিদিষ্টকালের জন্য বৈষম্যবিরোধী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। যার জন্য ইতিমধ্যে সরকার এবং জনগণের জন্য বেশকিছু বিধিনিষেধ ও বেঁধে দিয়েছে তারা।