১৩ মার্চ ২০২৩ , ৬:২৮:৫৮ প্রিন্ট সংস্করণ
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
আজ ১৩/০৩/২০২৩ খ্রী: (সোমবার) সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া আফরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান জনাব আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরুলোদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জনাব মনিরুল গনি শুভ্র, সদস্য সামসুল আলম প্রমুখ।
উপস্থিত ছিলেন অত্র উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।