অপরাধ

৪”টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার

৪”টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার

মোল্লা জাহাঙ্গীর আলম / খুলনা //

বাগেরহাটের ফকিরহাটে ৪”টি দেশি বিদেশী অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৬।রবিবার ৩১ ডিসেম্বর দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়া নামকস্থানে ফাকামাঠে ককটেলগুলো বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।এর আগে শনিবার ৩০ ডিসেম্বর গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়ার পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব-০৬।তবে কাউকে আটক করতে পারেনি র‌্যাব। দুস্কৃতকারী দের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে বলে জানিয়েছেন র‍্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল মোঃ ফিরোজ কবির।

তিনি বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান শনিবার গভীর রাতে পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি শক্তিশালী ককটেল গোলাবারুদ উদ্ধার করা হয়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ককটেল ও গোলা বারুদ ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। দুষ্কৃতিকারীরা নাশকতা করতে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুদ করেছিল বলে দাবী করেন এই র‌্যাব কর্মকর্তা।তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিষ্ফোরক ককটেল গুলো খুবই শক্তিশালী, এই ককটেলগুলো ব্যবহার হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে।যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।আসন্ন নির্বাচনে নাশকতা করতে দুষ্কৃতকারীরা এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ি আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র‌্যাবের অবৈধ অস্ত্র উদ্ধারসহ নিয়মিত টহল চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

ঢাকার আকাশে কালো মেঘ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে ঢাকায়

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান অগ্নিভূত

শীতের শুরুতেই জমে উঠেছে পিঠা বিক্রি রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি শীত আসলেই মনে হয়ে যায় শীতের নানা রকম মুখোরোচক পিঠার কথা। সন্ধ্যা নামার সাথে সাথেই হিমেল হাওয়ার প্রভাবে বেড়ে যায় শীতের তীব্রতা। শীতের শুরুতে গোধূলী বেলায় হালকা কুয়াশা নেমে আসতে না আসতেই নেত্রকোনা সদরসহ বিভিন্ন এলাকায় শীতে পিঠা বানানো, বেচাকেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পিঠা ব্যবসায়ীরা। সরেজমিন ঘুরে দেখা যায়, নেত্রকোনা জেলার পৌর শহরের থানারমোড়, মুক্তারপাড়া মাঠ, বড়বাজার, সাতপাই কালিবাড়ি মোড়সহ বিভিন্ন উপজেলার হাট-বাজারের মোড়ে এবং গ্রামের দোকানে মাটির চুলায় তৈরি হচ্ছে নানা ধরনের পিঠা। বেশির ভাগই চোখে পড়ে ভাপা ও চিতই পিঠা। শীত আসলেই এসব দোকান বসে। পিঠা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এ ব্যবসায় তেমন বেশি পুঁজি লাগে না। জ্বালানি হিসেবে লাকড়ি বা খড়ি লাগে, এ ছাড়া কিছু গুড়, নারকেল ও চালের গুঁড়া দিয়েই শুরু করা যায় ব্যবসা। তারা আরও বলেন, শীত মৌসুমে ভাপা ও চিতই পিঠা বিক্রি হয় বেশি। বিকেল থেকে বেশ রাত পর্যন্ত চলে বিক্রি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পিঠার দোকানগুলোতে। জেলার পৌর শহরের থানার মোড়ে ভাপা পিঠা খেতে আসা আমহোসেন বলেন, চালের গুঁড়ার সঙ্গে গুড় এবং নারিকেল মিশিয়ে তৈরি করা হচ্ছে ভাপা পিঠা। গরম গরম ভাপা পিঠার মজাই আলাদা। ভাপা পিঠা আমাদের দেশের গ্রামীণ বাংলার দেশীয় সংস্কৃতি লালন করছে। অন্যদিকে মৌসুমী ব্যবসায়ীরা বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। পৌর শহরের পিঠা বিক্রেতারা জানান, বেচা-বিক্রি বেশ ভালোই। সন্ধ্যায় ক্রেতাদের আগমন ঘটে অনেক, ফলে চাহিদানুযায়ী বানানো হয়ে থাকে। গরমে তিনি বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করলেও শীতের মৌসুমে তিনি ভাপা পিঠা ও সিদ্ধ ডিম বিক্রি করে পরিবারের সদস্যদের নিয়ে সুখে-শান্তিতে দিনযাপন করছেন। তারা আরও বলেন, চিতই পিঠার সঙ্গে ধনে পাতা, মরিচ, সরষে, শুঁটকি বাটা দিয়েও পিঠা বিক্রি করেন তারা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে এখন এসব পিঠার এক একটির দাম নেওয়া হয় ১০ টাকা এবং ভাপা পিঠার দাম নেওয়া হয় ১৫ টাকা। সন্ধ্যার পরে দোকানে ক্রেতাদের ভিড় থাকে অনেক বেশি। কেউ টুলে বসে কেউ বা দাঁড়িয়ে পিঠা খান। অনেকে আবার বাড়ির জন্য কাগজে করেও নিয়ে যান এসব পিঠা। এ বিষয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মোঃ সেলিম মিঞা জানান, পথেঘাটে অনেক পিঠার দোকান বসে। দোকানদার অবশ্যই দুহাত ধুয়ে পিঠা তৈরি করবেন। রাস্তার পাশের দোকান ঢেকে রাখা প্রয়োজন। অপরদিকে, ক্রেতারা হাত ধুয়ে পিঠা খাবেন। কখনোই বাসি ও পচা পিঠা খাওয়া উচিত নয়। এতে গ্যাস্ট্রিকসহ ডায়রিয়া হতে পারে। রিপন কান্তি গুণ ১৩/১২/২০২৩

আমতলী তে ডলার – রিয়াল চক্রের ৫ সদস্য আটক

কবিতা :- একুশে ফেব্রুয়ারি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের/ নির্বাচনী প্রচারনায় নৌকা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ,

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের/ নির্বাচনী প্রচারনায় নৌকা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ,