দেশজুড়ে

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৩ , ৩:১৫:৩০ প্রিন্ট সংস্করণ

 

পিরোজপুর প্রতিনিধি :
মাইনুল ইসলাম মামুন

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার হাসপাতাল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল।

এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিকুর রহমান মন্টু, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েক করিম, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আঃ রশিদ মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, টুঙ্গীপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার ।

এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আওয়ামীলীগ সব সময় রাজপথে ছিল, আগামীতেও থাকবে। স্বাধীনতা বিরোধীদের সকল স্বড়যন্ত্র রুখে দেওয়া হবে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content