ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলন,ছাত্রলীগের বাধা।

Developer Zone
জুলাই ১৬, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন চারজন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে নওগাঁ বঙ্গবন্ধ মেডিকেল কলেজ (অস্থায়ী) ক্যাম্পাসের সামনে মানববন্ধনে এ ঘটনা ঘটেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন , বেলা ১১টার দিকে নওগাঁ বঙ্গবন্ধ মেডিকেল কলেজের (অস্থায়ী) ক্যাম্পাসের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে নওগাঁ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজুর সহ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, কোটা প্রথা সংস্কারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজের ফটকের বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের উপর হামলা করে ।

নওগাঁ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বেলা ১১টা থেকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শুরু করি। এতে ছাত্রলীগের হামলা করে, এতে অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।
এ ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

হামলার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি

নূরে আলম
নওগাঁ

শেয়ার করুন: