১৭ জুলাই ২০২৪ , ১১:২০:২৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে অটোরিক্সা চালকের ছুরিকাঘাতে ট্রাক চালক ও বাসের হেলপার নিহত
এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামে সিএনজি অটোরিক্সা চালকের ছুরিকাঘাতে বাসের হেলপার মোঃ মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান সংবাদ মাধ্যম কে বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত: চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলেন। এমন সময় তার মৃত্যু হয়।
হাটহাজারী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই আলী আকবর বলেন, এক সিএনজি অটোরিক্সা চালক দুইজন কে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আমরা অটোরিক্সা চালককে আটক করেছি। কি কারণে তাদেরকে ছুরিকাঘাত করেছে, তা এখনো জানা যায়নি।