ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নদীতে অবৈধ মাছ শিকারে ৪ জেলে আটক! ইন্জিন চালিত নৌকা ও কারেন্ট জাল জব্দ

Developer Zone
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

রাজবাড়ী প্রতিনিধি>>

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ইন্জিন চালিত নৌকা জব্দ করেছে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নি.) জে, এম সিরাজুল কবির।
নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শকের বরাত দিয়ে জানানো হয়, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশিহাটার চর হতে একটি ইন্জিনচালিত নৌকা ও ২ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ৪ জেলে- উপজেলার বেপারী পাড়ার মো. আলতাফ হোসেন (৩৫), মো. আজাদ খা (৩৪), মো. রফিকুল খা (৩০) ও মো. আতোয়ার বেপারী (৩৫)। তাদের ৪ জনের কাছ থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি ইন্জিন চালিত নৌকা জব্দ করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।


এ ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নি:) জে, এম সিরাজুল কবির বলেন, ‘নদীতে অবৈধ কারেন্ট জালের বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্বেও এলাকার কতিপয় অসাধু জেলে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তারা অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশসহ অন্যান্য মাছ শিকার করে আসছিল। তাদের আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ২ মামলা দায়ের করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন: