অপরাধ

বিক্রিত জমি পূণরায় দখলে দেওয়ার চেষ্টা করছে ক্ষমতার অপব্যবহারকারী শাহ পরীর দ্বীপের মহিলা মেম্বার ফারিহা ইয়াসমিন।

ডেস্ক রিপোর্ট

২৯ মার্চ ২০২৩ , ১:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্টঃ

শাহ পরীর দ্বীপ মাঝের পাড়া মালিকানা দ্বীন সম্পক্তি জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে, বিক্রিত জমি পূণরায় দখলে দেওয়ার চেষ্টা করছে ক্ষমতার অপব্যবহারকারী শাহ পরীর দ্বীপ ৭/৮ ও ৯ ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান ফারিহা ইয়াসমিন।

শাহ্পরীর দ্বীপে নির্মাণাধীন বাড়ি সন্ত্রাসী কায়দায় ভাংচুর করে জমি দখলে নেওয়ার অভিযোগ বলে
সে ২৭শে মার্চ Teknaf71 নামক অনলাইন নিউজ পোর্টালে এক প্রচারিত সংবাদ প্রচার করে।

উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ ফিরোজ, আব্দুল্লাহ, ও নুর আহমেদ।

অনলাইন নিউজ পোর্টালে মাছ ব্যবসায়ী ফিরোজ, আবদুল্লাহ, ও নুর আহমেদ কে জড়িয়ে যে ভুয়া নিউজ প্রচারিত হয়েছে,তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ফিরোজ, আবদুল্লাহ, ও নুর আহমদ।

এক প্রতিবাদ লিপিতে তারা বলেছেন, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এতে আমরা সামাজিক, মানষিক ও হেয় প্রতিপন্ন হচ্ছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন নিউজের বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমরা মনে করছি।

প্রতিবাদকারী
মোহাম্মদ ফিরোজ
মোহাম্মদ আবদুল্লাহ
মোহাম্মদ আহমদ

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content