অপরাধ

ভূরুঙ্গামারীতে ফোন না পেয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেনীর এক মাদ্রাসার ছাত্রী আত্মহত্যা করেছে। ২০ মে (সোমবার) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত ছাত্রী উক্ত এলাকার জামাল উদ্দিনের মেয়ে জেসমিন আক্তার (১২)। সে বাউসমারী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জেসমিন আক্তার কয়েক দিন থেকে মেয়েটি তার মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেওয়ার বায়না ধরে। সোমবার আবারও মোবাইল কেনার জন‍্য মাকে বললে তার মা গালিগালাজ করে। মায়ের উপর অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content