৫ মার্চ ২০২৩ , ৯:৩৩:২৩ প্রিন্ট সংস্করণ
এইচ এম ইয়ামিন হুসাইন
স্টাফ রিপোর্টার(কুমিল্লা)
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার আলীম মাদ্রাসার সহকারী শিক্ষকদের কোচিং বাণিজ্য চলছে। নিরব প্রধান শিক্ষক।
নিয়মিত ক্লাসের পরে ও আগে মাদ্রাসার ক্লাসে রুমে প্রাইভেট ক্লাস করেন মাদ্রাসায় একাধিক শিক্ষক এতে বাড়তি খরচের চাপ পড়ছে অভিভাবকদের উপর।
আজ (৫ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার প্রতিটি ক্লাস রুমে আলাদা আলাদা প্রাইভেট ক্লাস চলছে। শিক্ষক বলছে এটি কোন কোচিং ক্লাস নয়, এটি স্পেশাল ক্লাস।
এব্যাপারে একাধিক ছাত্র জানান, আমরা ৫০০-৭০০ টাকার বিনিময়ে এখানে প্রাইভেট ক্লাস করি। এবং প্রাইভেট ক্লাস না করলে পরিক্ষায় ফেল করানোর হুমকিও দেওয়া হয় শিক্ষার্থীদের।
অভিযোক্ত শিক্ষকগন বলেন, প্রধান শিক্ষকের লিখিত অনুমতি নিয়ে প্রাইভেট পড়ানো হয়, যদিও মাদ্রাসার প্রধান শিক্ষক আবু তাহের জানান, প্রাইভেট পড়ানোর কোন অনুমতি দেওয়া হয় নাই।
তবে প্রাইভেট পড়ানোর বিষয়টি আমি জানি।
অভিভাবক সুত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ফরম পূরণের খরচ হিসেবে ৩০০-৫০০ টাকা করে নেওয়া হয়, এই বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে, তিনি বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন জানান, বিষয়টি আমার অজানা ছিলো, অবশ্যই তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে।