অপরাধ

লালমনিরহাটে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায়

ডেস্ক রিপোর্ট

২০ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ

 

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ এলাকায় লাভলী বেগম (ছদ্ধনাম) নামে এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মোজাম্মেল ভ্যান্ডারের বিরুদ্ধে।

অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডার একই এলাকার মৃত বাচ্চা পাটোয়ারীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, লাভলী বেগমের (ছদ্মনাম) স্বামী দীর্ঘ দিন থেকে অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডারের জমি বর্গা চাষ করতো। এরই সুবাদে লাভলী বেগমের (ছদ্মনাম) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোজাম্মেল ভ্যান্ডার। তখন থেকে বিয়ে করার কথা বলে লাভলী বেগমকে (ছদ্মনাম) বিভিন্ন যায়গায় নিয়ে গিয়ে শারিরীক সম্পর্ক করে মোজাম্মেল ভ্যান্ডার। একপর্যায়ে লাভলী বেগম (ছদ্মনাম) মোজাম্মেল ভ্যান্ডারকে বিয়ের কথা বললে শুরু হয় টালবাহানা।

এরই সুত্রপাতে গত ১০ ফেব্রুয়ারী ২০২৩ দুপুর ৩ টার দিকে পুর্বের ন্যায় মোজাম্মেল ভ্যান্ডার লাভলী বেগমকে (ছদ্মনাম) বিয়ে করবে বলে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করলে লাভলী বেগম (ছদ্মনাম) বিয়ের দাবী জানালে মোজাম্মেল ভ্যান্ডার তোকে বিয়া করবো না বলে লাভলী বেগমকে (ছদ্মনাম) তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে লাভলী বেগমকে তিনি হুমকি দিয়ে বলে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোকে খুন করে লাশ গুম করে ফেলবো।

অতপর গত ১৪ ফেব্রুয়ারী ২০২৩ লাভলী বেগম (ছদ্মনাম) অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডারের বাড়ি গিয়ে তাকে না পেয়ে তার ভাই ২ ও ৪ নং অভিযুক্ত একরামুল পাটোয়ারী, ও নুর পাটোয়ারীকে বিষয়টি অবগত করলে তারা লাভলী বেগমকে (ছদ্মনাম) অশ্লীল গালিগালাজ ও মারপিট করে আহত করে।

লাভলী বেগম (ছদ্মনাম) বলেন, মোজাম্মেল ভ্যান্ডার এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি তার সঠিক বিচার চাই। আমার মতো আর কোন মেয়ের জীবন যেন নষ্ট না হয়।

ওই এলাকার আব্দুল মালেক মিয়া বলেন, মোজাম্মেল ভ্যান্ডারের নামে একাধিক অভিযোগ। কিছুদিন আগেও এলাকায় তার সাথে এক নারীর ঝামেলা হয়েছে। সে বিষয়টিও এলাকায় সীমাংসা করা হয়েছে। এবার আমরা তার সঠিক বিচার চাই।

অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডার মোবাইল ফোনে বলেন, এগুলোর আপোষ মিমাংসার চেষ্টা চলছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

সাটুরিয়ায় গণফোরামের কেন্দ্রীয় সভাপতির গণ সংযোগ

শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে: সালাম মূর্শেদী মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা। খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিযয়ে চলেছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতা-কর্মীদের সরকারে উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনা যতদিন আছে, ততদিন এদেশ নিরাপদে থাকবে। তাই দেশের সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই।মঙ্গলবার ২ জানুয়ারি বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী শিবাবড়ি মন্দির চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, সদস্য মোঃ জামিল খান, ফারহানা নাজনীন, মোসাঃ সামছুন নাহার, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আ’লীগ নেতা সৈয়দ মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ ইয়াজুর ইসলাম, আ’লীগ নেতা গাজী আজগর আলী, মোঃ ইখতিয়ার হোসেন, মোঃ শাহ আলম খান, মোঃ নাসিম, এসএম ফরহাদ হোসেন, যুবলীগ নেতা এসএম হাবিবুর রহমান তারেক, ছাত্রলীগ নেতা মোঃ নাহিদুর রহমান, মোঃ ইয়াসিন আরাফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ আবুল বাশার, শ্রমিক লীগ নেতা সাইদুর রহমান রিতা, কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান, যুব মহিলা লীগ নেতা মরিয়ম আক্তার পপি প্রমুখ। এর আগে, বেলা ১১টায় দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তুতা কবের খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু। গাজীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, গাজীরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্স রায়, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুবলীগ নেতা মহাসিন মোল্লা, মোঃ বাবুল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা জিন্নাত শেখ, লুৎফর মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, সেকেন্দার মোল্লা, আকরাম হোসেন প্রমুখ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ৫ দিনের সফরে আবারও মিঠামইন ও করিমগঞ্জ আসছেন।

বরিশাল নগরীতে পিস হিসেবে বিক্রি হচ্ছে মুরগির মাংস

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আবু শামীম সূর্য