দেশজুড়ে

হাতিয়ার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২৩ , ১১:০২:৩৮ প্রিন্ট সংস্করণ

 

মোঃ ফরহাদ উদ্দিন
হাতিয়া উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন,
আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান এডঃ কেফায়েত উল্লাহ, মহিলা ভাইসচেয়ারম্যান মমতাজ বেগম লাভলী,হাতিয়া পৌরমেয়র কেএম ওবায়েদ উল্যাহ বিপ্লব,হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন,কোস্ট গার্ড স্টেশান কমান্ডার মোঃ বাবুল আকতার,উপজেলা পরিষদের সকল কর্মকর্তা,সাংবাদিক সহ আরও অনেকে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন,হাতিয়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খসরু বলেন,হাতিয়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খুবই ভালো রয়েছে। তিনি আরও বলেন, ইউনিয়ন ভিত্তিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রতি মাসে নূন্যতম ১ বার করে ইউনিয়ন ভিত্তিক গঠিত আইন শৃঙ্খলা উপ-কমিটির সদস্যদের নিয়ে সভার আয়োজন করতে সকল ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করেন। অবৈধ তেল প্রাচার ও ইয়াবা প্রাচার রোধে অভিযান অব্যাহত রাখা পাশাপাশি নদী পথে নৌযান চলাচলপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোস্ট গার্ড ও পুলিশকে অনুরোধ করেন।

 

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content