১৫ জুলাই ২০২৪ , ৩:৩৯:৪১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মীরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের ইন্তেকাল করেছেন
এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, মীরসরাই এর সাবেক বিএনপি দলীয় এমপি এম, এ জিন্নাহ ও মীরসরাই উপজেলা মূক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মরহুম আবুল হাশেম কন্টাক্টরের ভাই মোহাম্মদ আবু তাহের (৬৪) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত কয়েক দিন যাবত অসুস্থ্য থাকার পর মীরসরাই সদরস্থ আধূনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন আজ ১৫ জুলাই (সোমবার) বেলা ১ টা ৩৫ মিনিটের দিকে ইন্তেকাল করেন।
মৃত্যুকাল তিনি স্ত্রী, ২ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ ২৫ জুলাই (সোমবার) এশার’র নামাজের পর নিজ বাড়ি এলাকার মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
শোক্ ::
মীরসরাই পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি’র এক নিবেদিত প্রাণ এবং দুঃসময়ে কান্ডারি মোঃ আবু তাহের এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পত্রিকায় বিবৃতি দিয়েছেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক গোলাম আকবর খন্দকার, যুগ্ম আহ্বায়ক (১নং) মোঃ নুরুল আমিন, অপর যূগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, সদস্য ও মীরসরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলার সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মহি উদ্দিন, ঘুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন, মীরসরাই পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ খায়ের উল্লাহ্ প্রমুখ গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
নের্তৃবৃন্দ বিএনপি নেতা মরহুম আবু তাহের এর শোকাভীভূত পরিবারের সবার প্রতি সমবেনা জানিয়েছেন।