১২ জুলাই ২০২৪ , ৪:২৪:১৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মীরসরাইতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত : নের্তৃবৃন্দের শোক্
এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক এর চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল আলম (৫২) ১২ জুলাই (শুক্রবার) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
তিনি সকালে বাড়ি থেকে শহরে যাওয়ার পথে বড় তাকিয়া বাজার এলাকায় একটি দ্রুত গামী গাড়ির ধাক্কায় রাস্তার বাইরে কাঁদাপানিত পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এহেন মর্মস্পর্শী দুঘর্টনার কবলে প্রাণ হারানোয় কামরুল আলম এর পরিবার-পরিজন এবং নিজ গ্রাম্য এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।
শোক্ প্রকাশ ;
বিএনপি নেতা কামরুল আলম এর অকাল মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা, মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক্ প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপি’র সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ গোলাম আকবর খন্দকার, কমিটির যূগ্ম আহবায়ক (১নং), মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক/ আহবায়ক ও সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ নুরুল আমিন, যুগ্ম সম্পাদক ও মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, উত্তর জেলা বিএনপির সহ সম্পাদক, মীরসরাই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ‘র কেন্দ্রীয় কমিটির সাবেক সম্মানিত সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ, সম্পাদক, গত জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য এবং বর্তমান মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক, আজিজুর রহমান চৌধুরী, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র সদস সচিব মোঃ আলা উদ্দিন, মীরসরাই পৌরসভা বিএনপি’র আহবায়ক মহি উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যূগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ প্রমুখ নের্তৃবৃন্দ বিএনপি নেতা কামরুল আলম এর অকাল মৃত্যুতে গভীর শোক্ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং তার শোকাভীভূত পরিবারের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন।