দেশজুড়ে

কুমিল্লায় জাতীয় বীমা দিবস পালিত

মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা।

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ”এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সহযোগীতায় এ উপলক্ষে সকাল ১১টায় কুমিল্লা টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি কুমিল্লা টাউনহল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন সোনালি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মনির হোসেন, বিশিষ্ট নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা পাঁপড়ি বসু, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এ কে এম এমরানুল হক মারুফ, ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, সাধারণ বীমার সহ মহাব্যবস্থাপক মো: ইব্রাহিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশেনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো: খোরশেদ আলম।

এ সময় বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানিসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content