অপরাধ

কুমিল্লায় তদার‌কি অ‌ভিযা‌নে দুই প্রতিষ্ঠান‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:১৪:৪২ প্রিন্ট সংস্করণ

মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লাঃ

আজ বুধবার ২২ ই ফেব্রুয়ারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা মহানগরীর গোয়ালপট্টি এলাকায় বিশেষ তদারকি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় জিলাপীতে ক্ষতিকারক রং ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠানকে তিশ হাজার টাকা জরিমানা ১৭ কেজি রং মিশ্রিত জিলাপী,৩০ কেজি রংমিশ্রিত চিনির সিরা ও ২০০ গ্রাম রং জব্দ করে ধ্বংস করা হয়।

উক্ত অভিযানে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার ক‌রেন যে, ক্রেতা‌দের আকৃষ্ট কর‌তে অল্প ক‌রে রং মেশান। চকবাজা‌রের বি‌ভিন্ন দোকান থে‌কে অল্প দা‌মে এগু‌লো কি‌নে আ‌নেন। এখন থে‌কে আর ব‌্যবহার কর‌বেন না ব‌লে অঙ্গীকার ক‌রেন। ‌
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে কুসিক স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের নি‌র্দেশনা মোতা‌বেক জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content