জাতীয়

ঈদ-উল-ফিতরে বুড়িমারী স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৩ , ৩:২৫:৪৭ প্রিন্ট সংস্করণ

 

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি.

ঈদ-উল-ফিতরে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

রবিবার,১৬ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ।

ঈদুল ফিতর উদযাপনে বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে ১০দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (১৯ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঈদের ছুটি এবং শুক্রবার(২৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলে টানা ১০দিন সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

ঈদের ছুটি সংক্রান্ত একটি পত্র উভয় দেশের ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে পত্র বিনিময় করা হয়েছে বলেও জানান বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মুরহাসান কবির বলেন, আমদানি বিনিময় বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে “বই বিতরণ উৎসব-২০২৪” পালিত। মোঃ জাকারিয়া হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ): ১লা জানুয়ারী-২০২৪ খ্রিস্টাব্দ সারাদেশের ন্যায় বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বই বিরতণ উৎসব -২০২৪” উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আলমগীর হোসেন বিএসসি, শাহজাদপুর উপজেলার দুই বারের ২০২২ ও ২০২৩ ইং বছরের শ্রেষ্ঠ্য মহিলা প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান, সকল সহকারী শিক্ষক ও অফিস সহায়ক মোঃ বেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি’র চেক বিতরণ

বোয়ালমারীতে শিক্ষক হত্যার ১০ বছর পর ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

সোনাহাটে মৃত্যুর দেড় মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন।

চারিদিকে পানি, তবুও নেই খাওয়ার পানি

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃআব্দুল মতিন মিয়া এর মতো সৎ জনপ্রতিনিধিদের প্রয়োজন