জাতীয়

লোহাগড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ জন প্রার্থীর ৫০ হাজার টাকা জরিমানা

রাশেদ রাসু, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে বিভিন্ন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৪ জন প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদাল।

শনিবার (১৮ই মে) উপজেলার লাহুড়িশা সালনগর সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মোটরসাইকেল শোভাযাত্রা করার অপরাধে মোটরসাইকেল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ২০ হাজার টাকা, দেয়ালে,গাছে,বৈদ্যুতিক খুটিতে পোস্টার লাগানো, ভোটারদের বিধি ভেংগে চা সহ অন্যন্য খাবার খাওয়ানোর অপরাধে আনারস মার্কা প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার, হেলিকপ্টার প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার ও টিউবওয়েল প্রতীকের প্রার্থীকে ১০ হাজার সহ মোট ৪ জন প্রার্থীর প্রতিনিধিকে ৫০ হাজার ( পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান। তিনি বলেন, লোহাগড়া উপজেলা নির্বাচনী বিভিন্ন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জন প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content