২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ২:০৫:১৮ প্রিন্ট সংস্করণ
বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ: রাষ্ট্রপতি মো:আবদুল হামিদ আবারও ৫ দিনের সরকারি সফরে মিঠামইন ও করিমগঞ্জ সহ কিশোরগঞ্জ জেলা সদরে আসছেন। আগামী ২৭ শে ফেব্রয়ারী সোমবার থেকে ৩রা মার্চ শুক্রবার পর্যন্ত তিনি মিঠামইন, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন।রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের প্রটোকল অফিসার মো:নবীরুল ইসলামের সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। ২৭ শে ফেব্রয়রিী সোমবার দুপুর ২ টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারে মিঠামইনের উদ্দেশ্যে রওনা করবেন।বিকাল ৩ টা ১৫ মিনিটে মিঠামইন পৌঁছে গার্ড অব অনার শেষে নিজ বাসভবন কামাল পুরে চলে যাবেন।সেখানে রাএি যাপন শেষে পরের দিন ২৮ শে ফেব্রয়ারী মঙ্গলবার নিজ বাসভবনে অবস্থান করবেন। ঐ দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের ভিওিপ্রস্তরের শুভ উদ্ভোধন ও মিঠামইন হেলিপ্যাডে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। ১লা মার্চ বিকাল ৩ টা ৪৫ মিনিটে করিমগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করবেন।সেখান থেকে কিশোরগঞ্জ জেলা সদরে সার্কিট হাউজে যাওয়ার পর গার্ড অব অনার শেষে নিজ বাসভবন কিশোরগঞ্জের খরমপট্রীতে উপস্থিত ও রাএি যাপন করবেন। ২রা মার্চ বিকাল ৩টা ১৫ মিনিটে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করবেন।পরে ৪ টা ১৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন শেষে নিজ বাসভবনে রাএি যাপন করবেন। ৩রা মার্চ বিকাল ৩ টা ১৫ মিনিটে কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্ভোধন ও শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। সেখান থেকে কিশোরগঞ্জ সার্কিট হাউজে এসে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ৪টা ৩০ মিনিটে ঢাকায় ফেরার কথা রয়েছে। মহামান্য রাষ্ট্রপতির সফর সঙ্গী ৩০ জন রয়েছেন।