দেশজুড়ে

চান্দিনায় ৮৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ডেস্ক রিপোর্ট

৫ এপ্রিল ২০২৩ , ৩:২৫:৩১ প্রিন্ট সংস্করণ

 

ইয়াছিন আরাফাত, কুমিল্লা

কুমিল্লার চান্দিনা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা এপ্রিল-২০২৩ ও ৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ভাবে প্রাপ্ত ল্যাপ্টপ বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত (এমপি)।

মঙ্গলবার(৪এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ও চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে ওই মাসিক সমন্বয় সভায় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন ভূঁইয়া, ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার, নাওতলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুন্নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান পাটোয়ারী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হালিমা বেগম, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ্ সেলিম প্রধানসহ চান্দিনা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

এরপর প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত (এমপি) চান্দিনা উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ বিতরণ করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content