অপরাধ

দিনভর ওঠেনি খানসামায় বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা

ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৬:৪৪ প্রিন্ট সংস্করণ

 

নুর-আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রক্তের বিনিময়ে পাওয়া ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক থাকলেও দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরেজমিনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক অফিস, উপজেলা নির্বাচন অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তা, আনসার ও ভিডিপি অফিস, উপজেলা বন বিভাগ, উপজেলা সমবায় কার্যালয়, উপজেলা দারিদ্র্য বিমোচন কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তা এমনকি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এছাড়াও উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও অর্ধনমিত পাওয়া যায়নি।

জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধিবিধান বর্ণিত হয়েছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) বিধি মোতাবেক জাতীয় পতাকাবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, শহীদ দিবস হলেও আমাদের খানসামা উপজেলা পরিষদে বেশিরভাগ সরকারী দপ্তরে কোনো পতাকা উত্তোলন করা হয়নি। এই বিষয়টি খুবই দুঃখজনক।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের কোন কোন কর্মকর্তা জানান,আমরা কোনবারেই জাতীয় পতাকা উত্তোলন করি না। কারণ জানতে চাইলে তারা জানান,আমরা উপজেলা পরিষদের সমন্বয়ে একটি পতাকা উত্তোলন করি। সেটাতেই হয়ে যায়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content