ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

দিনভর ওঠেনি খানসামায় বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা

Developer Zone
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

নুর-আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রক্তের বিনিময়ে পাওয়া ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক থাকলেও দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরেজমিনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক অফিস, উপজেলা নির্বাচন অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তা, আনসার ও ভিডিপি অফিস, উপজেলা বন বিভাগ, উপজেলা সমবায় কার্যালয়, উপজেলা দারিদ্র্য বিমোচন কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তা এমনকি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এছাড়াও উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও অর্ধনমিত পাওয়া যায়নি।

জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধিবিধান বর্ণিত হয়েছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) বিধি মোতাবেক জাতীয় পতাকাবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, শহীদ দিবস হলেও আমাদের খানসামা উপজেলা পরিষদে বেশিরভাগ সরকারী দপ্তরে কোনো পতাকা উত্তোলন করা হয়নি। এই বিষয়টি খুবই দুঃখজনক।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের কোন কোন কর্মকর্তা জানান,আমরা কোনবারেই জাতীয় পতাকা উত্তোলন করি না। কারণ জানতে চাইলে তারা জানান,আমরা উপজেলা পরিষদের সমন্বয়ে একটি পতাকা উত্তোলন করি। সেটাতেই হয়ে যায়।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।