১২ মার্চ ২০২৩ , ১১:৫২:৩৩ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর সদর উপজেলার টোনা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১২মার্চ২০২৩ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ড।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তানভীর মুজিব অভির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ওসমান শিকদার, সমাজসেবক স্বপন কুমার মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবকসহ স্থানীয় অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্মশাঙ্ক কুমার নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।