দেশজুড়ে

তানযিমুল আফনান টেকনাফে মেধাবী ছাত্র হাফেজ মোঃ মুসা এর সবিনা অনুষ্ঠান সম্পন্ন।

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৩ , ১০:০০:৫৫ প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ

২০মার্চ বিকালে তানযিমুল আফনান টেকনাফ মিলনায়তনে আলো গ্রুপের এমডি ও তানযিমের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ এরফানুল হক চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন অলিয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ(মারকাজ) -এর সম্মানিত ইমান ও খতিব মাওলানা মুফতি মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন তানযিমুল আফনান টেকনাফের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম সাইফী,ইউনিয়ন ভূমি সহ-কর্মকর্তা সদর টেকনাফ। হেলাল উদ্দীন, সার্ভেয়ার। দেলোয়ার হোসাইন। ডিরেক্টর আমান উল্লাহ আমান ও মাহমুদল করিমসহ সকল শিক্ষক কর্মচারী। হাফেজ মোহাম্মদ মোসা পবিত্র ৩০ পারা কোরআন সবিনা সম্পন্ন করেন। তার তেলাওয়াত ও মেধাশক্তি দেখে অতিথিরা মুগ্ধ হন।

শাহ পরীর দ্বীপ বড় মাদ্রাসার সাবেক মুহতামিম মরহুম মাওলানা আবুল খায়র এর সুযোগ্য নাতি। তিনি মালেশিয়া প্রবাসী এমদাদ উল্লাহ ও জমসিদা দম্পতির ৬ষ্ঠ সন্তান হাফেজ মোহাম্মদ মোসা।

 

তানযিমুল আফনান টেকনাফ এর সুদূর প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিকল্পনায় মোসা হাফেজে কোরআনের সম্মান অর্জন করায় প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করছেন তার পরিবার।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content