২০ মার্চ ২০২৩ , ১০:০০:৫৫ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ
২০মার্চ বিকালে তানযিমুল আফনান টেকনাফ মিলনায়তনে আলো গ্রুপের এমডি ও তানযিমের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ এরফানুল হক চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন অলিয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ(মারকাজ) -এর সম্মানিত ইমান ও খতিব মাওলানা মুফতি মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন তানযিমুল আফনান টেকনাফের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম সাইফী,ইউনিয়ন ভূমি সহ-কর্মকর্তা সদর টেকনাফ। হেলাল উদ্দীন, সার্ভেয়ার। দেলোয়ার হোসাইন। ডিরেক্টর আমান উল্লাহ আমান ও মাহমুদল করিমসহ সকল শিক্ষক কর্মচারী। হাফেজ মোহাম্মদ মোসা পবিত্র ৩০ পারা কোরআন সবিনা সম্পন্ন করেন। তার তেলাওয়াত ও মেধাশক্তি দেখে অতিথিরা মুগ্ধ হন।
শাহ পরীর দ্বীপ বড় মাদ্রাসার সাবেক মুহতামিম মরহুম মাওলানা আবুল খায়র এর সুযোগ্য নাতি। তিনি মালেশিয়া প্রবাসী এমদাদ উল্লাহ ও জমসিদা দম্পতির ৬ষ্ঠ সন্তান হাফেজ মোহাম্মদ মোসা।
তানযিমুল আফনান টেকনাফ এর সুদূর প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিকল্পনায় মোসা হাফেজে কোরআনের সম্মান অর্জন করায় প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করছেন তার পরিবার।