খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৩ , ১১:০৬:২২ প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রহিমানপুরে “স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আজ শনিবার ( ১৮ মার্চ) বিকেলে সদর উপজেলার মথুরাপুর ক্লাব ও লাইব্রেরি মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। রহিমাপুর এম.সি.এল ফুটবল একাডেমীর আয়োজনে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, রহিমানপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো: আফজাল হোসেন প্রমুখ।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিরা।

ফাইনাল খেলায় “বীরগঞ্জ সলিডারিটি কাব টিম” টাইব্রেকারে ৪-২ গোলে দেবীগঞ্জ “ডিকেএসপি” কাব টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রথমার্ধে বীরগঞ্জ সলিডারিটি কাব টিম ইয়াসিনের গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ডিকেএসপি টিমের খেলোয়াড় জাহাঙ্গীর একটি গোল করে সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান বিপ্লব। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন মো: দারুল, জয়নাল আবেদীন ও মনিরুল হক। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পরার মত। বিশেষ করে মহিলা দর্শক সকলের নজর কাড়ে।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content