খেলাধুলা

ইংল্যান্ড কোচের পদ ছাড়লেন সাউথগ্যাথ

আকাশ দাশ সৈকত

১৭ জুলাই ২০২৪ , ১:৪২:৪০ প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ড কোচের পদ ছাড়লেন সাউথগ্যাথ!

আকাশ দাশ সৈকত
ইউরোর ফাইনালে শক্তিশালী স্পেনের বিপক্ষে হেরে ইংলিশদের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন দলটির সাবেক তারকা ফুটবলার গাযারেথ সাউথগ্যাথ।

বর্তমানে ইংল্যান্ড দলের সবচেয়ে সফল কোচ গ্যারেথ সাউথগ্যাথ । ধারাবাহিক কোচিংয়ে অনেক তারকা ফুটবলার উঠে এসেছে তার অধীনে। তবে ভালো পারফরম্যান্স করেও নিজের কোচিং ক্যারিয়ারে এখনো ইংল্যান্ডকে কোন শিরোপার স্বাদ এনে দিতে পারেনি তিনি। তবে শিরোপা না জিততে পারলেও দলটিকে শিরোপার খুব কাছে নিয়ে গিয়েছিলেন সাউথগ্যাথ । ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সাথে টানা দুই বার ইংল্যান্ডকে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছিলেন । তবে বার্নিলে সদ্য সমাপ্ত হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে ইংল্যান্ড ফুটবলের সাথে আট বছরের সম্পর্ক শেষ করলেন সাউথগ্যাথ ।

মঙ্গলবার নিজের পদত্যাগের কথা জানিয়ে সাউথগেট বলেছেন, ‘এখন নতুন একটি অধ্যায়ের জন্য পরিবর্তনের সময়। বার্লিনে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালটি ছিল ইংল্যান্ড কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। একজন গর্বিত ইংরেজ হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডের কোচ হওয়া আমার জন্য সারা জীবনের সম্মান। এটা ছিল আমার কাছে সবকিছু। আমিও সর্বস্ব নিংড়ে দিয়েছি।’

সাউথগেটের অধীনে ১০২ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এছাড়া চারটি বড় টুর্নামেন্টে ইংল্যান্ড খেলেছে তার অধীনে। তাতে বেশ ধারাবাহিকতাই দেখিয়েছেন সাবেক এই সেন্টারব্যাক। তবে ভালো পারফরম্যান্স করেও শিরোপাহীন থেকে এক বড় আফসোস নিয়ে ইংল্যান্ডকে বিদায় বলতে হলো তাকে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content