দেশজুড়ে

কুমিল্লা হোমনায় ডাঃমনিরুল স্মৃতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৩ , ৭:১৪:০৬ প্রিন্ট সংস্করণ

 

মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা।

কুমিল্লা হোমনায় ডাক্তার মনিরুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলার শুরুতে জাতীয় সংগীত,পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়

জমকালো আয়োজনে ডাক্তার মনিরুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ঘারমোড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। টয়োটা নাভানা লিমিটেডের সৌজন্যে সোমবার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠের আনাচে-কানাচে সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হোমনা নাসির ট্রাভেলসকে ১-০ গোলে হারিয়ে ঘারমোড়া একাদশ চ্যাম্পিয়ন হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তারিকুল আমিন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দিন মেদ ও আওয়ামীগ লীগ নেতা মাহবুবুর রহমান খন্দকার । এ্যাড. সেলিম সরকারের সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন,আওয়ামী নেতা আবদুল করিম, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু ও মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবক আবদুল মান্নান সরকার,দুবাই প্রবাসী আবদুল আউয়াল,জাকির হোসেন মাস্টারসহ মাঠে উপচেপড়া হাজার দর্শক খেলা উপভোগ করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে মোটরসাইকেল এবং ট্রফি তুলে দেয়া হয়। টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহণের মধ্যে দিয়ে ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content