২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৩৬:১৭ প্রিন্ট সংস্করণ
মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিদ্যুৎ,গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্বা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশে থানায় থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচির ন্যায় উপজেলা ইসলামী আন্দোলন শাখা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন, আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন শাখা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক।বক্তারা বলেন, বিদ্যুৎ গ্যাস ও দ্রব্য মূল্যেের উর্ধ্বগতি দ্রুত লাগাম ট্রেনে না ধরলে সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়বে।গরিবের খাদ্য বয়লার মুরগী এখন ১৩০ এর জায়গায় ২৫০ টাকা, ১২০০ টাকার গ্যাস ১৮০০ টাকায় কিনতে হয়। যৌক্তিক কারণ ছাড়াই বিদ্যুতের দাম বাড়ানোর ফলে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট দ্রব্যমূল্যের দাম ইচ্ছামত বাড়াছে। সরকারের কাছে সকল বক্তার দাবী দ্রুত ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্যের দাম নির্ধারণ করা হোক। তা না হলে দলের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আগামীতে কঠোর কর্মসূচি পালন করবে। ইসলামী আন্দোলন আলফাডাঙ্গা শাখা সহ সভাপতি মুফতি বেলায়েত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আলী,আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পেশ ইমাম মুফতি কুতুবউদ্দিন ফরিদী,কঠুরাকান্দী মাদ্রাসা মোহা তামিম মাওলানা আহসান উল্লাহ,মিঠাপুর মাদ্রাসা মুফতি সিরাজুল ইসলাম, চাঁদড়া মাদ্রাসা মোহা তামিম মাওলানা আমিনুল্লাহ,কারী আক্কাস আলী শেখ সদর প্রমূখ।