ক্যারিয়ারের ২৫ বছর পূর্তিতে ঢালিউড চিত্রনায়ক শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আবদুল করিম সোহাগ
ঢাকা।
ক্যারিয়ারের ২৫ বছর পূর্তিতে ঢালিউড চিত্রনায়ক শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে তার শুভেচ্ছাবাণী উসকে দিয়েছে ভক্তদের মনে অসংখ্য জল্পনা-কল্পনা।
মঙ্গলবার (২৮ মে) রাত ১২ টার পরপরই সোশ্যাল মিডিয়া ফেসবুকে শাকিবকে ভালোবাসার শুভেচ্ছা বার্তা পাঠান অপু। ক্যারিয়ারের রজতজয়ন্তীতে শাকিবের ওপর লেখা একটি প্রতিবেদনের ছবি পোস্ট করে এর ক্যাপশনে রহস্য ভরিয়ে দেন।
লেখেন, ৭২টি সিনেমা, কোটি টাকার কাবিন, বউ, সন্তান আব্রাহাম খান জয়। লাভ ইমুজি জুড়ে দেয়া এসব বাক্যের পরই শাকিব খানকে ‘বাবুর বাবা’ বলে সম্বোধন করেন নায়িকা। লেখেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’
অপুর এসব লেখার প্রতিটিতে রয়েছে বিশেষ ইঙ্গিত। কেননা, ৭২টি সিনেমা দিয়ে অপু বোঝাতে চেয়েছেন ঢালিউড সিনেমায় অপুর সঙ্গে শাকিবের জুটি করা সিনেমাগুলোকে।
এদিকে শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে, ঠিক সেই মুহূর্তে নিজেদের বিয়ে প্রসঙ্গে ‘কোটি টাকার কাবিন’ লিখে রহস্য ছড়িয়েছেন নায়িকা। এরপর স্ত্রী লিখে সরাসরি কিছু না বোঝালেও সন্তান প্রসঙ্গে নিজের ছেলে জয়ের নাম সরাসরি প্রকাশ করেছেন অপু।
যদিও শাকিবের স্ত্রী হিসেবে এখনও শোবিজে চিত্রনায়িকা শবনম বুবলী ও সন্তান হিসেবে জয় ছাড়াও শেহজাদ খান বীরের পরিচিতি আছে। তবে শাকিবের ক্যারিয়ারের রজতজয়ন্তীতে এখনও সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট বা মন্তব্য করেননি বুবলী।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।