৬ মার্চ ২০২৩ , ২:১৯:১৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
ঈদগাঁও থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করলো থানা পুলিশ। উপজেলার বাস স্টেশন গরুবাজারস্থ অরবিট স্কুলের পার্শ্ববর্তী জমি থেকে গতকাল বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহ ঈদগাঁও মেহেরঘোনার মৃত আব্দুর রহমানের ছেলে মীর আহমদের (৭৮) বলে জানিয়েছেন ওসি গোলাম কবির।
নিহতের ছেলে জাকারিয়া জানান, তার বাবা দুপুর ১২টার দিকে তাদের গরুর জন্য ঘাস কাটতে যায় জমিতে। বিকাল তিনটার দিকে জানতে পারে তার বাবা মৃত্যু বরণ করেছেন৷ তিনি মৃগী রোগী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মীর আহমদ জমিতে থেকে ঘাস কাটার সময় হঠাৎ মাঠিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ঈদগাঁও থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করে।