মিরপুর প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে অদ্য ২৮/০৩/২০২৩ তারিখ সকাল ১০:৩০ ঘটিকা হতে দুপুর ১১:৩০ ঘটিকা পর্যন্ত কুষ্টিয়া পুলিশ লাইন্সের অভ্যন্তরে অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় আগুন নিয়ন্ত্রণ পদ্ধতি হাতে কলমে শিখানো হয়। বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা ও তা থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের ও মহড়া হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কুষ্টিয়ার জনাব মোঃ খুরশিদ আলম, সিনিয়র স্টেশন অফিসার ও সঙ্গীয় ফোর্স উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জমাদির (হাইড্রোলিক স্প্রীডার, হাইড্রোলিক হাডস্ কাটার, হাইড্রোলিক র্যাম জ্যাক, হাইড্রোলিক ডোর ওপেনার, র্যাশ প্রোগাডিং শক, স্টিং উইসার) উপর প্রশিক্ষণ প্রদান করেন।
উক্ত মহড়া অনুষ্ঠানে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া এবং জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত থেকে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ গ্রহণ করেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।