এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার থানা রোডের গার্লস স্কুল মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এজেন্সি ম্যানেজার এমদাদুল হক পাভেল এর গুদামঘর থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার কর্তব্যরত ডিউটি অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, ২০ কেজি গাঁজা ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। নিউজ লেখার সময় পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।