দেশজুড়ে

২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট।

ডেস্ক রিপোর্ট

১৫ মার্চ ২০২৩ , ১০:১১:১৬ প্রিন্ট সংস্করণ

 

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রাহকদের প্রায় ২০ কোটি টাকা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা মো. আলমগীর পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার থেকে উপজেলার বোর্ড বাজারের এজেন্ট ব্যাংকিংয়ের শাখাটি তালাবদ্ধ রয়েছে। খোঁজ মিলছে না তার অংশীদার এবং এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপকেরও। তিন দিন ধরে এজেন্টকে না পেয়ে বিক্ষোভ করছেন গ্রাহকরা। ডাচ্-বাংলা ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং শাখায় সাড়ে ১৫ লাখ টাকা জমা রেখেছিলেন হোসেনপুর উপজেলার হুগলাকান্দি গ্রামের আব্দুল মোতালিব। ১৪ লাখ টাকা জমা রেখেছিলেন একই গ্রামের আবুল কাসেম। এ ছাড়াও চর হাজীপুর গ্রামের সৌদি প্রবাসী রতন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার রেখেছিলেন ২৭ লাখ টাকা। তিন দিন ধরে তারা বোর্ড বাজারের ওই শাখায় গেলেও এজেন্ট বা সংশ্লিষ্ট কারও দেখা পাচ্ছেন না। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বোর্ড বাজারে এ প্রতিবেদকের সঙ্গে দেখা হয় বেশ কয়েকজন গ্রাহকের। তারা বলছেন, তাদের অনেকের স্বজনই প্রবাসী। তাদের পাঠানো টাকা তারা এজেন্ট ব্যাংকিং শাখায় জমা করেছিলেন ডিপিএস তথা স্থায়ী আমানত হিসেবে। সেই টাকার ওপর প্রতি লাখে হাজার টাকা সুদও পাচ্ছিলেন তারা। কিন্তু রোববার থেকে শাখাটি তালাবদ্ধ করে এজেন্ট উধাও হয়ে গেছেন।

 

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content