ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ

অষ্টগ্রামে বিষ প্রয়োগে ফিসারির ২ লক্ষাধিক টাকার মাছ নিধন।

Developer Zone
মার্চ ২০, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

 

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হিংসা পরায়ন হয়ে রাতের আঁধারে বিষ প্রয়োগে ফিশারির সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার আদমপুর ইউনিয়নের বিল মাসখার খাবলাপুর কুড়ে ফিশারিতে ঘটনাটি ঘটে। প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা যায়- রবিবার (১৯ই মার্চ) রাতের কোন এক সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ওই ফিশারিতে বিষ প্রয়োগ করে। ফিসারির দেশীয় বিভিন্ন প্রজাতির ২লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে ওঠে। তা দেখে নিরীহ জেলে রামকৃষ্ণ হতবাক হয়ে অজ্ঞান হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ জানান, আমি ঘটনাটি শুনেছি,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ এ প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়েছেন,এটি একটি জঘন্য কাজ। তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন: